নড়িয়ায় ভড্ডা গ্রামের দুই কিলোমিটার সড়ক
গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে বানালেন রাস্তা
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের ভড্ডা গ্রামের ২ কিলোমিটার গ্রামীন সড়কের উন্নয়ন সংস্কার করছেন ঐক্যবদ্ধ ভাবে গ্রামবাসী । গ্রামবাসীর এমন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।
প্রায় দেড়যুগ আগে নির্মিত হয় বিঝারী ইউনিয়ন থেকে চামটা ইউনিয়নের সংক্ষিপ্ত সড়ক যোগাযোগে ভড্ডা গ্রামের মধ্যদিয়ে মাটির একটি গ্রামীণ সড়ক । পরবর্তীতে সরকারী ভাবে ইটসলিং করা হয় প্রায় একযুগ আগে । নষ্ট হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়লেও এর পর আর সংস্কারের মুখ দেখেনি সড়কটি। কয়েক দফা বন্যার তোরে মাটি সড়ে গিয়ে রাস্তাটিতে বড় বড় গর্তের ও খানা খন্দকের সৃষ্টি হয়ে মনফাদে পরিনত হয়েছিল। কয়েক বছর ধরে যানচলাচলের বন্ধ হয়ে পড়ে । বার বার ইউনিয়ন পরিষদের কাছে আবেদন করেও গ্রামবাসী কোন সুফল পায়নি।
সড়কটিতে যোগাযোগের ভোগান্তি জটিলতায় গ্রামে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছিল না গ্রামবাসী । গ্রামের ছেলে মেয়েদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে। আর রোগী নিয়ে তো কষ্টের সীমাই নেই। খাটিয়ায় তুলে কাধে করে পায়ে হেটে হাসপাতালে নিতে হচ্ছিল গ্রামবাসীকে। ব্যবহারের অমনোযোগী এই রাস্তার কারনে চরম দুর্ভোগে দিন কাটছিল গ্রামবাসীর। বাদ্য হয়েই নিজেদের সমষ্যা দূরিকরনের উদ্যোগ নেয় গ্রামের মানুষেরা। দুর্বিসহ জীবন থেকে মুক্তি পেতে অবশেষে নিজেদের অর্থায়নে রাস্তাটি পুনরায় তৈরী করে যানচলাচলের উপযোগী করছেন ভড্ডা গ্রামের মানুষেরা। অর্থ যোগান দিচ্ছে গ্রামটির প্রবাসে থাকা যুবকরা ও গ্রামের স্বচ্ছল মানুষেরা। সড়কটি পুনরায় নির্মজন ও সংস্কারে যুব সমাজসহ নানা বয়সের মানুষ প্রায় এক মাস ধরেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করছেন। নির্মান সম্পূর্ণ হলে গ্রামবাসীর জীবনে কমবে দুর্ভোগ। গ্রামবাসীদের কয়েকজন জানায়, গ্রামের একটি পরিবারের সাথে ইউপি চেয়ারম্যান এর নির্বাচনী বিরোধ থাতায় কোন ছোয়া লাগেনি । কোন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি সড়কটিকে।
কেন এত বছর ধরে অবহেলিত এই সড়কটি? এব্যাপারে বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ কাজী কোন কথাই বলতে রাজি হয়নি। তবে তিনি জানান, যে পরিমান অর্থ বরাদ্ধ পাওয়া গেছে তাতে সড়কটি উন্নয়ন সম্ভব হয়নি।
এদিকে এমন উদ্যোগের প্রশংসা করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান । গ্রামবাসী অর্থায়নে পুরো সড়কটি নির্মান সম্পূর্ণ না হলে বাকী অংশ করে দিতে সরকারী অনুদান প্রদানের আশ্বাস দেন তিনি । তিনি বলেন, সরকারের উন্নয়নে সীমাবদ্ধতা থাকে। বিঝারী ইউনিয়নের ভড্ডা গ্রামের মানুষেরা সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়ে অনুমতি চেয়ে আবেদন করেছে । আমি অনুমতি দিয়েছে । তাদের উদ্যোগটি মহত । নিজেদের অর্থায়নে স্বেচ্ছা শ্রমে যদি ভড্ডা গ্রামবাসীর মত অন্যান্য গ্রামের মানুষ ছোট ছোট সমষ্যা সমাধানের উদ্যোগ নেয় তাহলে গ্রামীর রাস্তাঘাটের উন্নয়ন নিম্চিত হবে । তিনি সড়কটি যাতে ভালভাবে চলাচলের উপযোগী করতে পারে সেই লক্ষে সরকারী সহায়তাও দেওয়া হবে । গ্রামের মানুষ যতটুকু করতে পারবে বাকিটা উপজেলা প্রশাসন থেকে করে দেওয়া হবে ।
ভড্ডা গ্রামের ৩ হাজার পরিবারসহ বিঝারী ও চামটা ইউনিয়নের অন্তঃত ৫ হাজার পরিবারের মানুষেরা প্রতিদিন এই সড়কটি ব্যবহার করছেন তাদের দৈনন্দিন কাজে । সড়কটি দীর্ঘ একযুগ পরে হলেও নিজেদের অর্থায়নে করতে পারায় খুশি গ্রামের মানুষ ।
















