সংবাদ শিরোনাম ::
ঘাটাইলে পূজা মণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার।
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে মণ্ডপসমূহে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেন,ঘাটাইল পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা,এস আই রাজু আহমেদ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

















