ঘাটাইলে মুক্তিযোদ্ধা কমান্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঘাটাইল উপজেলা কমান্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ১১ টায় ঘাটাইল উপজেলা হলরুমে কুরআন তেলোয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ মাহবুবুল বাছিদ চাঁন মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক এডভোকেট আব্দুল খালেক মন্ডল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা শামছুল হক, নবগঠিত ঘাটাইল উপজেলা কমান্ডের সদস্য সচিব এন এম শাহনেওয়াজ, বীরমুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আঃ ছাত্তার, জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ও বীরমুক্তিযোদ্ধাগণ।
প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক এডভোকেট আব্দুল খালেক মন্ডল তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের বাহিরে গিয়ে কোন মুক্তিযোদ্ধা বা অমুক্তিযোদ্ধার জন্য কাজ করতে পারবো না।