ঘাতক বাস কেড়ে নিলো ইসলামী আন্দোলনের তরুণ নেতার প্রাণ
- আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর আমতলী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা। শহীদ মোঃ রেজাউল করিম (৩০) ছিলেন গুলিশাখালী ইউনিয়ন শাখার সেক্রেটারি এবং আমতলী বন্দর কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে একটি গণসমাবেশ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে একটি বেপরোয়া বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি শাহাদাত বরণ করেন।
বর্তমানে তাঁর মরদেহ আমতলী কওমি মাদ্রাসা প্রাঙ্গণে রাখা হয়েছে। এখানেই গোসল ও জানাজার প্রস্তুতি চলছে। জানাজায় স্থানীয় আলেম-উলামা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
নিহতের সহকর্মীরা জানান, শহীদ রেজাউল করিম ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দাওয়াতি মেহনত, ছাত্র ও সমাজসেবামূলক কাজে ছিলেন অগ্রগামী। তাঁর অকাল মৃত্যুতে আমতলী তথা পুরো গুলিশাখালী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা অভিযোগ করেন, বারবার এমন সড়ক দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে অথচ প্রশাসনের কার্যকর ভূমিকা নেই। তাঁরা জানান, দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এরই অংশ হিসেবে বুধবার সকাল ১১টার পর ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর ব্যানারে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে শহীদ রেজাউল করিমের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গুলিসাখালী ইউনিয়ন, আমতলী উপজেলা ও পটুয়াখালী জেলা শাখার নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা এক বিবৃতিতে বলেন
“এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চালক ও মালিকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে সড়কে নৈরাজ্য বন্ধ হবে না।”
















