সংবাদ শিরোনাম ::
ঘূর্ণিঝড় রেমাল রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বন্ধ বঙ্গবন্ধু টানেল
গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ০৪:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ২১১ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালের কারণে রোববার (২৬ মে) সন্ধ্যা থেকে সোমবার (২৭ মে) সকাল পর্যন্ত বন্ধ রাখা হবে বঙ্গবন্ধু টানেল। রোববার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সাংবাদিকদের একথা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রি মহিবার রহমান।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে এমনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। লঞ্চ-স্টিমারসহ অভ্যন্তরীণ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৩০০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হবার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাতের জন্য সারাদেশই ক্ষতিগ্রস্ত হবে।