সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
- আপডেট সময় : ৩৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক্সন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের বর্বরোচিত হামলা কখনো মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে নওগাঁর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।