ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনমত উপেক্ষা করে দেশের কৌশলগত স্থাপনা চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পীরগঞ্জ উপজেলা,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম। বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার, পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহাজান আলম, সাধারণ সম্পাদক মতুর্জা আলম, উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড মফিজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও সার্বভৌমত্বের প্রতীক। এটিকে বিদেশী স্বার্থে ইজারা দেওয়ার যেকোনো উদ্যোগ জাতীয় স্বার্থবিরোধী।
এ ধরনের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
নেতারা অবিলম্বে এ ইজারা প্রক্রিয়া বাতিলের দাবি জানান এবং গোপন চুক্তি প্রকাশের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আপডেট সময় :

জনমত উপেক্ষা করে দেশের কৌশলগত স্থাপনা চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পীরগঞ্জ উপজেলা,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম। বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, ঠাকুরগাঁও সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার, পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহাজান আলম, সাধারণ সম্পাদক মতুর্জা আলম, উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রফিকুল ইসলাম, কমরেড মফিজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ও সার্বভৌমত্বের প্রতীক। এটিকে বিদেশী স্বার্থে ইজারা দেওয়ার যেকোনো উদ্যোগ জাতীয় স্বার্থবিরোধী।
এ ধরনের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
নেতারা অবিলম্বে এ ইজারা প্রক্রিয়া বাতিলের দাবি জানান এবং গোপন চুক্তি প্রকাশের আহ্বান জানান।