চলছে অসহযোগ কর্মসূচী, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ

- আপডেট সময় : ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচি অসহযোগ আন্দোলন চলছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল প্রায় বন্ধ। ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা থেকে উত্তরাঞ্চলসহ দেশের সকল প্রান্তে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহন তেমন একটা দেখা যায়নি।
রোববার (৪ আগস্ট) সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা নাগাদ শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের এক, দুই, তিন, চার খুনি হাসিনা গদি ছাড়, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা, আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, চলছেই চলবে, আমাদের আন্দোলন, এমনি বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।
এ সময় গোটা এলাকাজুড়েই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।