ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই পুনর্জাগরণ উপলক্ষে মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযান Logo স্ত্রীর ধোঁকায় যুবকের আত্মহনন Logo শেরপুরের ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন Logo মাছরাঙা টেলিভিশনের বান্দরবানে ১৪তম বর্ষপূর্তি উদযাপন Logo ভাণ্ডারিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ Logo নগরকান্দা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি Logo দুর্নীতির অভিযোগে সাবেক ২ জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান Logo শিবগঞ্জে নদীগর্ভে প্রায় ৮০টি বাড়ি, ঝুকিতে শতাধিক পরিবার

চাঁদাবাজির সাথে খুন, আতঙ্কও

মহিউদ্দিন তুষার
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৪৩) হত্যার ঘটনার পর স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। আতঙ্কে দিন কাটাচ্ছেন পুরান ঢাকার ভাঙারিপট্টির ব্যবসায়ীরা। কোটি টাকার ব্যবসার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত শনিবার পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। আসামিদের মধ্যে টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী সোহাগ খুন হওয়ার পর ভাঙারিপট্টিতে আগের মতো কর্মচাঞ্চল্য নেই। আগে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটত ব্যবসায়ীদের। কিন্তু হত্যাকাণ্ডের পর তিন দিন ধরে লোকজন কম আসছে। ব্যবসায়ীরাও কিছু বুঝে উঠতে পারছেন না। নিহত সোহাগের সোহানা মেটালের পাশের এক ব্যবসায়ী বলেন, দুই দিন ধরে ব্যবসা কিছুটা স্থবির হয়ে আছে। বেচাকেনা কম। লোকজনও আসছে না। যাঁরা আসতেছেন, অধিকাংশই বিভিন্ন গণমাধ্যমের লোকজন; ঘটনা জানতে আসছেন।
লাল চাঁদ হত্যার ঘটনায় দিশাহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। দুই সন্তানের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথাও জানিয়েছেন স্বজনেরা। তাঁরা বলেছেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় লাল চাঁদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগে ২০২৮ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। চোর সন্দেহে তাকে হলের প্রধান ভবনের অতিথিকক্ষে ও বর্ধিত ভবনের অতিথিকক্ষে কয়েক দফা পেটানো হয়। পরে থানায় নেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহনের একাধিক বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বাস মালিকদের দাবি চাঁদার ৫ কোটি টাকা না পেয়ে মুশফিকুর রহমান ফাহিম ও তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে পরিবহনটির যাত্রীসেবা বন্ধ রয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী বাস মালিকদের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মুশফিকুর রহমান ফাহিম। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
জেলার বাস মালিক সমিতি সূত্র জানায়, পদ্মা সেতু চালুর পর থেকে শরীয়তপুর থেকে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিয়মিত যাত্রী পরিবহন করে আসছে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের ২ শতাধিক বাস। এরুট ধরে প্রতিনিয়ত ঢাকা ও শরীয়তপুরে যাতায়াত করে অন্তত ৩০ হাজার যাত্রী। সম্প্রতি এ রুটে চলা পরিবহনগুলোর মালিকদের কাছে ৫ কোটি চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। এদিকে তাকে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৫টি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজন শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বাস শ্রমিক ও মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঢাকার একজন ব্যবসায়ী হামিদুরের সঙ্গে কথা হয়। তিনি জানান, ভালো নেই। কেন? আগে চাঁদা দিতে হতো একজনরে, এখন দিতে হইতেছে চার-পাঁচজনরে। তাহলে কীভাবে ভালো থাকি বলেন?, জবাবে পাল্টা প্রশ্ন রাখেন হামিদুর। গত পাঁচই অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে একের পর এক চাঁদাবাজির কারণে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান ঢাকার এই ব্যবসায়ী। এখন তো আননোন (অপরিচিত) নাম্বার থেকে ফোন আসলেই ভয় লাগে। আবার কে জানি টাকা চায়!, বলছিলেন তিনি।
রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকার পরও মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন একাধিক ব্যবসায়ী। তারা জানান, বিভিন্ন গ্রুপকে এরই মধ্যে প্রায় ১৫ লাখ টাকা দিয়েছি। তারপরও আরও টাকা চাচ্ছে। না দিলে মামলায় নাম ঢুকায় দিবে বলে হুমকি দিয়েই যাচ্ছে। ব্যবসায়ীরা বলেন, যারা চাঁদা নিয়েছেন এবং এখনও দাবি করছেন, তারা প্রায় সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে ব্যবসা ও নিজের নিরাপত্তার স্বার্থে তাদের কারো নাম প্রকাশ করতে রাজি হননি তারা।
চাঁদার টাকা না দেওয়ায় রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। গত রোববার দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদার দাবিতে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আমি নিজেও ছিলাম। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারেও অভিযান চলছে। এর আগে গত শুক্রবার পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়।
ফ্রান্সপ্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মো. হাফিজুর রহমানের দায়ের করা চাঁদাবাজির মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকালে মৌলভীবাজার ২ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়েছে, শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম নির্মাণকাজ শুরু করলে শেখ জসিম উদ্দিন ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফার্ম ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন হাফিজুর রহমান। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতের দ্বারস্থ হন।
কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জুলাই ভুক্তভোগী ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ও বন্দবেড় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন। ভুক্তভোগী মোতালেব হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। শনি ও রোববার বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। লাল চাঁদ হত্যাসহ সারা দেশে বিএনপি নেতা কর্মীদের একের পর এক অপরাধে যুক্ত হওয়ার সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তাঁরা চাঁদাবাজি, খুন ও সন্ত্রাস বন্ধের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদাবাজির সাথে খুন, আতঙ্কও

আপডেট সময় :

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৪৩) হত্যার ঘটনার পর স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। আতঙ্কে দিন কাটাচ্ছেন পুরান ঢাকার ভাঙারিপট্টির ব্যবসায়ীরা। কোটি টাকার ব্যবসার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত শনিবার পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। আসামিদের মধ্যে টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা জানান, ব্যবসায়ী সোহাগ খুন হওয়ার পর ভাঙারিপট্টিতে আগের মতো কর্মচাঞ্চল্য নেই। আগে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটত ব্যবসায়ীদের। কিন্তু হত্যাকাণ্ডের পর তিন দিন ধরে লোকজন কম আসছে। ব্যবসায়ীরাও কিছু বুঝে উঠতে পারছেন না। নিহত সোহাগের সোহানা মেটালের পাশের এক ব্যবসায়ী বলেন, দুই দিন ধরে ব্যবসা কিছুটা স্থবির হয়ে আছে। বেচাকেনা কম। লোকজনও আসছে না। যাঁরা আসতেছেন, অধিকাংশই বিভিন্ন গণমাধ্যমের লোকজন; ঘটনা জানতে আসছেন।
লাল চাঁদ হত্যার ঘটনায় দিশাহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। দুই সন্তানের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথাও জানিয়েছেন স্বজনেরা। তাঁরা বলেছেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় লাল চাঁদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগে ২০২৮ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। চোর সন্দেহে তাকে হলের প্রধান ভবনের অতিথিকক্ষে ও বর্ধিত ভবনের অতিথিকক্ষে কয়েক দফা পেটানো হয়। পরে থানায় নেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক দেখা দেয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহনের একাধিক বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বাস মালিকদের দাবি চাঁদার ৫ কোটি টাকা না পেয়ে মুশফিকুর রহমান ফাহিম ও তার অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে পরিবহনটির যাত্রীসেবা বন্ধ রয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী বাস মালিকদের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মুশফিকুর রহমান ফাহিম। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
জেলার বাস মালিক সমিতি সূত্র জানায়, পদ্মা সেতু চালুর পর থেকে শরীয়তপুর থেকে ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় নিয়মিত যাত্রী পরিবহন করে আসছে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের ২ শতাধিক বাস। এরুট ধরে প্রতিনিয়ত ঢাকা ও শরীয়তপুরে যাতায়াত করে অন্তত ৩০ হাজার যাত্রী। সম্প্রতি এ রুটে চলা পরিবহনগুলোর মালিকদের কাছে ৫ কোটি চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। এদিকে তাকে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৫টি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজন শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বাস শ্রমিক ও মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অবিলম্বে চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঢাকার একজন ব্যবসায়ী হামিদুরের সঙ্গে কথা হয়। তিনি জানান, ভালো নেই। কেন? আগে চাঁদা দিতে হতো একজনরে, এখন দিতে হইতেছে চার-পাঁচজনরে। তাহলে কীভাবে ভালো থাকি বলেন?, জবাবে পাল্টা প্রশ্ন রাখেন হামিদুর। গত পাঁচই অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে একের পর এক চাঁদাবাজির কারণে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান ঢাকার এই ব্যবসায়ী। এখন তো আননোন (অপরিচিত) নাম্বার থেকে ফোন আসলেই ভয় লাগে। আবার কে জানি টাকা চায়!, বলছিলেন তিনি।
রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকার পরও মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন একাধিক ব্যবসায়ী। তারা জানান, বিভিন্ন গ্রুপকে এরই মধ্যে প্রায় ১৫ লাখ টাকা দিয়েছি। তারপরও আরও টাকা চাচ্ছে। না দিলে মামলায় নাম ঢুকায় দিবে বলে হুমকি দিয়েই যাচ্ছে। ব্যবসায়ীরা বলেন, যারা চাঁদা নিয়েছেন এবং এখনও দাবি করছেন, তারা প্রায় সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে ব্যবসা ও নিজের নিরাপত্তার স্বার্থে তাদের কারো নাম প্রকাশ করতে রাজি হননি তারা।
চাঁদার টাকা না দেওয়ায় রাজধানীর পল্লবীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। গত রোববার দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদার দাবিতে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আমি নিজেও ছিলাম। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারেও অভিযান চলছে। এর আগে গত শুক্রবার পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়।
ফ্রান্সপ্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মো. হাফিজুর রহমানের দায়ের করা চাঁদাবাজির মামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকালে মৌলভীবাজার ২ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়েছে, শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম নির্মাণকাজ শুরু করলে শেখ জসিম উদ্দিন ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফার্ম ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন হাফিজুর রহমান। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতের দ্বারস্থ হন।
কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি ও আওয়ামী লীগ নেতা মিলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জুলাই ভুক্তভোগী ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ও বন্দবেড় ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন। ভুক্তভোগী মোতালেব হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। শনি ও রোববার বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। লাল চাঁদ হত্যাসহ সারা দেশে বিএনপি নেতা কর্মীদের একের পর এক অপরাধে যুক্ত হওয়ার সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তাঁরা চাঁদাবাজি, খুন ও সন্ত্রাস বন্ধের দাবি জানান।