ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের মত টাইফয়েডের প্রাদুর্ভাব রোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত ১৮ কর্মদিবস চলবে এই ক্যাম্পেইন। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিক্ষার্থী ও শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে। জেলায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু ও শিক্ষার্থীর মধ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ৪১ হাজার ৮৩৮ শিক্ষার্থী এবং ১ লাখ ৫৫ হাজার ৬৬২ রেজিস্ট্রেশনধারী শিশু এই টিকা পাবে। ক্যাম্পেইন চলবে ১০ দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ৮ দিন কমিউনিটিতে।
এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ সুমন ক্যাম্পেইন সংক্রান্ত সার্বিক তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসুয়া বড়–য়া। জেলা তথ্য অফিসার অরূপ কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এছাড়া স্থানীয় সরকার, ইসলামিক ফাউন্ডেশন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট সময় :

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের মত টাইফয়েডের প্রাদুর্ভাব রোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত ১৮ কর্মদিবস চলবে এই ক্যাম্পেইন। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শিক্ষার্থী ও শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া হবে। জেলায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু ও শিক্ষার্থীর মধ্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩ লাখ ৪১ হাজার ৮৩৮ শিক্ষার্থী এবং ১ লাখ ৫৫ হাজার ৬৬২ রেজিস্ট্রেশনধারী শিশু এই টিকা পাবে। ক্যাম্পেইন চলবে ১০ দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এবং ৮ দিন কমিউনিটিতে।
এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ সুমন ক্যাম্পেইন সংক্রান্ত সার্বিক তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসুয়া বড়–য়া। জেলা তথ্য অফিসার অরূপ কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এছাড়া স্থানীয় সরকার, ইসলামিক ফাউন্ডেশন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।