ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এম্বাসি কোরিন থেভজ নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম ভিজিট 

শাহীন আকতার,  চাঁপাইনবাবগঞ্জ 
  • আপডেট সময় : ১০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এ্যাম্বাসীর ৩ জন প্রতিনিধি  আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রম ভিজিট করেছেন। নাগরিক প্ল্যাটফর্মের সভায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসীর ডেপুটি হেড অব কোঅপারেশন  কোরিন থেভজ, প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা,  কনস্ট্যান্স ডি প্লান্টা জুনিয়র প্রোগ্রাম অফিসার,  সানজিদা লিপি নির্বাহী পরিচালক ডেমক্রেসিওয়াচ ও রাবেয়া বসরী প্রোগ্রাম কো-অর্ডিনেটর রূপান্তর।

রোববার সকালে ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে প্রভাষক শাহ আলমের সভাপতিত্বে জেলা প্রেসক্লাবে আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্ম সক্রিকরন সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন   ক্লাস্টার ৩ ও ৪ এর ক্লাস্টার কো-অর্ডিনেটর,  মনিটরিং এন্ড রিপোর্টিং কো-অর্ডিনেটর ও ফাইন্যান্স এডমিন কো-অর্ডিনেটর।  আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা সমন্বয়কারী,  এসএফ ও এবং নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ। সভায় গণতান্ত্রিক চর্চা,  সামাজিক সম্প্রীতি,  যুব ফোরাম কে মেন্টরিং করার কৌশল,  আদিবাসীদের সংবেদনশীলতা, সরকারি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ,  আগামী নির্বাচন কেমন দেখতে চাই, নির্বাচনে সকল দলের অংশগ্রহন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তাছাড়া সুইজারল্যান্ড এ্যাম্বাসীর প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে নাগরিক প্ল্যাটফর্মের কাছে জানতে চান।

তাছাড়া নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহানইল জাম পাড়া আদবাসী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালকসহ সুইজারল্যান্ড এ্যাম্বাসীর কর্মকর্তা ও রূপান্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আদিবাসীদের জীবনমান, সহিংসতা,  ভোটাধিকার,  আস্থার কার্যক্রম ইত্যাদি বিষয়ে এবং  যুব ফোরাম সদস্যদের কাছে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এম্বাসি কোরিন থেভজ নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম ভিজিট 

আপডেট সময় :
চাঁপাইনবাবগঞ্জে সুইজারল্যান্ডের এ্যাম্বাসীর ৩ জন প্রতিনিধি  আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রম ভিজিট করেছেন। নাগরিক প্ল্যাটফর্মের সভায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসীর ডেপুটি হেড অব কোঅপারেশন  কোরিন থেভজ, প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা,  কনস্ট্যান্স ডি প্লান্টা জুনিয়র প্রোগ্রাম অফিসার,  সানজিদা লিপি নির্বাহী পরিচালক ডেমক্রেসিওয়াচ ও রাবেয়া বসরী প্রোগ্রাম কো-অর্ডিনেটর রূপান্তর।

রোববার সকালে ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে প্রভাষক শাহ আলমের সভাপতিত্বে জেলা প্রেসক্লাবে আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্ম সক্রিকরন সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন   ক্লাস্টার ৩ ও ৪ এর ক্লাস্টার কো-অর্ডিনেটর,  মনিটরিং এন্ড রিপোর্টিং কো-অর্ডিনেটর ও ফাইন্যান্স এডমিন কো-অর্ডিনেটর।  আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা সমন্বয়কারী,  এসএফ ও এবং নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ। সভায় গণতান্ত্রিক চর্চা,  সামাজিক সম্প্রীতি,  যুব ফোরাম কে মেন্টরিং করার কৌশল,  আদিবাসীদের সংবেদনশীলতা, সরকারি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ,  আগামী নির্বাচন কেমন দেখতে চাই, নির্বাচনে সকল দলের অংশগ্রহন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তাছাড়া সুইজারল্যান্ড এ্যাম্বাসীর প্রতিনিধিগণ বিভিন্ন বিষয়ে নাগরিক প্ল্যাটফর্মের কাছে জানতে চান।

তাছাড়া নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহানইল জাম পাড়া আদবাসী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালকসহ সুইজারল্যান্ড এ্যাম্বাসীর কর্মকর্তা ও রূপান্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আদিবাসীদের জীবনমান, সহিংসতা,  ভোটাধিকার,  আস্থার কার্যক্রম ইত্যাদি বিষয়ে এবং  যুব ফোরাম সদস্যদের কাছে বিভিন্ন বিষয়ে কথা বলেন।