ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

চিকিৎসা ভিসা আরও সহজ করলো চীন

আমিনুল হক ভূইয়া
  • আপডেট সময় : ১২:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  • চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কথা চিন্তা করে শিগগির বন্দরনগরী চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে চীনা এয়ারলাইনস চায়না ইস্টার্ন এয়ারলাইনস

  • কমবে ভারত নির্ভরতা

বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ভিসা আরও সহজ করল চীন। তাতে ভারত নির্ভরতা অনেকটা কমে। বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। গতকাল রোববার তাদের ওয়েবসাইডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক এমন ব্যক্তিদের ভিসা প্রত্যাশিদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কথা চিন্তা শিগগির বন্দরনগরী চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে চীনা এয়ারলাইনস চায়না ইস্টার্ন এয়ারলাইনস। বাংলাদেশের নাগরিকদের চীনে যাতায়ত বিশেষ করে কুনমিংয়ে যাতায়ত সহজ করতেই এমন সুবিধাজনক ব্যবস্থায় হাত লাগাচ্ছে চীন।
গেল মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার আওতায় বৈধ লাইসেন্সধারী স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণ স্বরূপ গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে। এর ফলে আবেদনকারীদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে। যেখানে আবেদনকারীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা ইস্যু করার জন্য একটি বিশেষ গ্রিন চ্যানেল-এর ব্যবস্থাও রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যেসব রোগীর চিকিৎসা ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে সারিবদ্ধভাবে অপেক্ষা না করে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। তবে কোনও রোগী যদি শারীরিকভাবে উপস্থিত হতে অসমর্থ হন, সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের মাধ্যমে দূরবর্তী (অনলাইন) সাক্ষাৎকারের অনুমতি দেওয়া যেতে পারে। চিকিৎসা ভিসা সংক্রান্ত অনুসন্ধানের জন্য দূতাবাস (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯) এবং ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রের তৃতীয় তলা, প্রসাদ ট্রেড সেন্টার, ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা (০২২২৬৬০৩২৬১) ডেডিকেটেড হটলাইন এবং একটি হোয়াটসঅ্যাপ পরিষেবা গ্রুপ (০১৮৮৫০৪১৩৬৪) চালু করা হয়েছে।
মার্চে ড. মুহাম্মদ ইউনূস চীন সফরের পর থেকেই ভিসা সহজিকরণ নিয়ে কাজ শুরু করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। গত মার্চের শেষপ্রান্তে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিলো দ্রুত সময়ের মধ্যে চীন চট্টগ্রাম থেকে কুনমিংয়ে সরাসরি ফ্লাইট চালু করবে চীন। তারই ধারাবাহিকতায় ভিসা সহজিকরণ এবং ফ্লাইট চালুর বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে রোগীদের যাতায়ত খরচ ও সময় কমে আসবে। এমন ব্যবস্থায় বেশিসংখ্যক বাংলাদেশি সহজে চীনে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
ড. ইউনূস চীন সফরকালে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা দেবার অনুরোধ জানান। তার অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় বিমান টিকিটের উচ্চ। বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু করতে যাচ্ছে চীন। এতে ভ্রমণ খরচ ও সময় দুই-ই কমবে এবং আরও বেশি সংখ্যক বাংলাদেশি চীনে স্বাস্থ্যসেবা সুবিধা পেতে পারবে। সেই কমে আসবে ভারতের ওপর নির্ভরতাও।
চিকিৎসার খরচ সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। একজন চীনা নাগরিকের সমান ফি-ই দিয়েই থাকবেন একজন বাংলাদেশি রোগী। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমানভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র উন্মুক্ত করবে। চলতি মাসে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিংয়ে পাঠানো হবে। তারা সেখানে সরেজমিনে চিকিৎসা সুবিধাগুলো দেখতে পারবেন। এর আগে গত মার্চে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অনেকেই যাতায়াত ব্যয় বেশি বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিকিৎসা ভিসা আরও সহজ করলো চীন

আপডেট সময় : ১২:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কথা চিন্তা করে শিগগির বন্দরনগরী চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে চীনা এয়ারলাইনস চায়না ইস্টার্ন এয়ারলাইনস

  • কমবে ভারত নির্ভরতা

বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ভিসা আরও সহজ করল চীন। তাতে ভারত নির্ভরতা অনেকটা কমে। বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। গতকাল রোববার তাদের ওয়েবসাইডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক এমন ব্যক্তিদের ভিসা প্রত্যাশিদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কথা চিন্তা শিগগির বন্দরনগরী চট্টগ্রাম-কুনমিং রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে চীনা এয়ারলাইনস চায়না ইস্টার্ন এয়ারলাইনস। বাংলাদেশের নাগরিকদের চীনে যাতায়ত বিশেষ করে কুনমিংয়ে যাতায়ত সহজ করতেই এমন সুবিধাজনক ব্যবস্থায় হাত লাগাচ্ছে চীন।
গেল মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থার আওতায় বৈধ লাইসেন্সধারী স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণ স্বরূপ গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে। এর ফলে আবেদনকারীদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে। যেখানে আবেদনকারীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা ইস্যু করার জন্য একটি বিশেষ গ্রিন চ্যানেল-এর ব্যবস্থাও রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যেসব রোগীর চিকিৎসা ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে সারিবদ্ধভাবে অপেক্ষা না করে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে। তবে কোনও রোগী যদি শারীরিকভাবে উপস্থিত হতে অসমর্থ হন, সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের মাধ্যমে দূরবর্তী (অনলাইন) সাক্ষাৎকারের অনুমতি দেওয়া যেতে পারে। চিকিৎসা ভিসা সংক্রান্ত অনুসন্ধানের জন্য দূতাবাস (০২২২২২৬০১০৩, ০১৭০৮৪৬৪৮০৯) এবং ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রের তৃতীয় তলা, প্রসাদ ট্রেড সেন্টার, ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা (০২২২৬৬০৩২৬১) ডেডিকেটেড হটলাইন এবং একটি হোয়াটসঅ্যাপ পরিষেবা গ্রুপ (০১৮৮৫০৪১৩৬৪) চালু করা হয়েছে।
মার্চে ড. মুহাম্মদ ইউনূস চীন সফরের পর থেকেই ভিসা সহজিকরণ নিয়ে কাজ শুরু করে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। গত মার্চের শেষপ্রান্তে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিলো দ্রুত সময়ের মধ্যে চীন চট্টগ্রাম থেকে কুনমিংয়ে সরাসরি ফ্লাইট চালু করবে চীন। তারই ধারাবাহিকতায় ভিসা সহজিকরণ এবং ফ্লাইট চালুর বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে রোগীদের যাতায়ত খরচ ও সময় কমে আসবে। এমন ব্যবস্থায় বেশিসংখ্যক বাংলাদেশি সহজে চীনে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
ড. ইউনূস চীন সফরকালে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা দেবার অনুরোধ জানান। তার অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় বিমান টিকিটের উচ্চ। বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু করতে যাচ্ছে চীন। এতে ভ্রমণ খরচ ও সময় দুই-ই কমবে এবং আরও বেশি সংখ্যক বাংলাদেশি চীনে স্বাস্থ্যসেবা সুবিধা পেতে পারবে। সেই কমে আসবে ভারতের ওপর নির্ভরতাও।
চিকিৎসার খরচ সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, কুনমিংয়ের হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। একজন চীনা নাগরিকের সমান ফি-ই দিয়েই থাকবেন একজন বাংলাদেশি রোগী। কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমানভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র উন্মুক্ত করবে। চলতি মাসে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিংয়ে পাঠানো হবে। তারা সেখানে সরেজমিনে চিকিৎসা সুবিধাগুলো দেখতে পারবেন। এর আগে গত মার্চে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অনেকেই যাতায়াত ব্যয় বেশি বলে জানান।