চিনিশিল্পের কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভূক্তির দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে মানবন্ধন

- আপডেট সময় : ০৪:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভূক্তিসহ চিনিশিল্পে কর্মরত কৃষিবিদ ও কর্মকর্তা-কর্মচারীদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আন্তর্ভূক্ত করে ইক্ষু সম্প্রসারণ উইং গঠনের দাবিতে মানববন্ধন করেছে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নং গেটের সামনে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানবন্ধন শেষে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু উন্নয়ন কর্মকর্তা ও দাবী আদায় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মাসুদ, সিডিএ কনক, সিআইসি ইকবাল হোসেন প্রমুখ। এসময় সিবিএ সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।