সংবাদ শিরোনাম ::
ছোট ফেনী নদী হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ২ জনের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
প্রবাহমান ছোট ফেনী নদীর নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা অংশে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুজনের ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে এ্যাক্সিকিউটি ম্যাজিষ্ট্রেটের আদালত ।
দন্ডপ্রাপ্তরা হলেন, এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সহকারি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২) এই দূজন সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে ছোট ফেনী নদী হতে বালু উত্তোলন কাজে রত ছিলেন বলে অভিযোগ প্রমানিত হওয়ায় উভয়কে এই শাস্তির আওতায় এনে দণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় ।