জনকল্যাণ নাগরিক সমাজ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

- আপডেট সময় : ৮৯ বার পড়া হয়েছে
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর সাথে সামঞ্জস্য রেখে জনকল্যাণ নাগরিক সমাজ (জনাস) দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫’ গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে জনকল্যাণ নাগরিক সমাজ (জনাস)’র সভাপতি নূরুল ইসলাম উকিল এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল শুক্রবার(১১-৭-২০২৫) নরসিংদী জেলার মনোহরদী উপজেলাস্থ মনোহরদী সরকারী মডেল হাইস্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্য কে সামনে রেখে জনকল্যাণ নাগরিক সমাজ (জনাস) এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী-২০২৫ পালন করছে।
এ সময় সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের কোষাধ্যক্ষ সামসুল আলম খোকা, প্রফেসর মাহমুদা নাসরিন শিউলি, উদয়ন একাডেমীর অধ্যক্ষ জনাব ওমর ফারুক, জনাব আমিনুর রহমান সরকার দোলন, আসাদুল হক, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি জনাব আসাদুজ্জামান নূরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন ।