জনগণই বিএনপির শক্তি-বিএনপি নেতা ফখরুল ইসলাম
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বলেছেন, জনগণই বিএনপির শক্তি। তাই জনগনের আস্থা অর্জনে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমর্থন ধানের শীষের পক্ষে এনে ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।
গতকাল শুক্রবার সন্ধ্যার পূর্বে বসুরহাট মেট্রো ভবনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেই ১৯৭১ থেকে শুরু করে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল তখনি ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শহীদ জিয়া পরিবার। এখনো সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৩ বারের শাসনামলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং আপোষহীন। জেল খেটেছেন তবুও আপোষ করেননি। বিএনপি কোনো অশুভ শক্তির সাথে কখনো আপোষ করেনি এবং করবেওনা।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্ছুর সভাপতিত্বে ও যুবদল নেতা আজিজুল হক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি নেতা ও চাপরাশি হাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার, বিএনপি নেতা আবু তোহা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন প্রমূখ।













