জয়পুরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ত্রৈ-মাসিক সংলাপ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নেট্জ বাংলাদেশের সহযোগিতায় জেন্ডার সমতা ও সুশাসন শক্তিশালীকরণে জেলা পর্যায়ে সিএসও এবং স্থানীয় র্কতৃপক্ষের সাথে ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ ও র্কম-পরিকল্পনা সভা (১৭ ফ্রেব্রয়ারি ২০২৫ ইং) সোমবার সকাল ১০ টায় পল্লী সঞ্চয় ব্যাংক জয়পুরহাট এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় জেলা পর্যায়ে ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মুমিন মন্ডল (শাখা ব্যবস্থাপক) পল্লী সঞ্চয় ব্যাংক জয়পুরহাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নেশ্বও মন্ডল পল্লী সঞ্চয় ব্যাংক জয়পুরহাট। বিশেষ অতিথি মোঃ রাফাত হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক জয়পুরহাট।
উক্ত ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ পরিচালনা করেন ডাসকো ফাউন্ডেশনের ফারহানা সিদ্দিক(এসি), সহযোগিতায় ছিলেন ফিল্ড ফেসিলিটেটর শুক্লা দেব ও দিপ্তী রাণী। উক্ত ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিনের আলোচনার বিষয় পল্লী সঞ্চয় ব্যাংক এর দল গঠন, সঞ্চয় জমা দান-সহ বিশাদ আলোচনা। পরিশেষে উক্ত ত্রৈ-মাসিক গণতান্ত্রিক সংলাপ এর সমাপ্তি ঘোষনা করেন সভাপতি মোঃ আব্দুল মুমিন মন্ডল (শাখা ব্যবস্থাপক) পল্লী সঞ্চয় ব্যাংক জয়পুরহাট।