ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিমান বাহিনীর অভ্যন্তরে ‘র’নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে প্রতিবাদ লিপি Logo পটুয়াখালী জেলা বিজেপির আহবায়ক শাওন ও সদস্য সচিব রুমী Logo জকসু নির্বাচনসহ ২ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু Logo বছরের সাত মাস পানি বন্ধী বিদ্যালয় তিন যুগ ধরে নৌকায় যাতায়াত শিক্ষক-শিক্ষার্থীর Logo ঝিনাইগাতীতে সামান্য বৃষ্টিতেই প্রধান রাস্তায় হাঁটুপানি, দুর্ভোগে পথচারীরা Logo ভান্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার,পায়ে বাঁধা ছিল ইট Logo রক্তস্নাত মাগুরার ৪ আগস্ট: যেদিন কলমে রক্ত জমেছিল, চোখে জমেছিল মৃত্যুর আলপনা Logo জয়পুরহাটে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে প্রতিবন্ধী মেলা Logo প্রতিবছর নদী ভাঙ্গনে কমছে জমি, গৃহহীন হচ্ছেন হাজারো পরিবার

জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধে-ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

এম.এ.জলিল রানা, জয়পুরহাট
  • আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধে-ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি। জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা নিয়ে আপত্তি ও মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি-৩০৩৫) জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে আহ্বায়ক করে অন্য চারজনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান ও উপজেলার ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ। জেলা প্রশাসকের কার্যালয় ?ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি-২০২৫ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারী ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসুল্লি,রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনাটি দেশব্যাপী বেশ আলোচিত হয়। এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটি প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়েছেন। এমনকি ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্র্বতীকালীন সরকার। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি-২০২৫) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এরইমধ্যে প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে জেলা প্রশাসক বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে মিটিং করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক আগামী ২ ফেব্রুয়ারি-২০২৫ এর মধ্যে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বলেন,আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী রোববারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো কোন চিঠি হাতে পাইনি। তবে একটি নিউজে দেখেছি। নির্দেশনা এলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর যারা আয়োজকবৃন্দ তারাও কোনো আবেদন করেনি বা যোগাযোগ করেনি। আমি ও এসপি সাহেব দুজনেই ঘটনাস্থলে গিয়েছি। এলাকার লোকজনের সাথে কথা বলেছি। আয়োজক কমিটির খাজা নামের একজনের ফোন বন্ধ। তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। সেখানে দীর্ঘদিন ধরে ফুটবল খেলা চলছিল। খেলা দেখার জন্য টিকিট চালু করা হয়েছিল। প্রতিটি ম্যাচে মাটিতে বসে ৩০ টাকা ও চেয়ারে বসে ৫০-৭০ টাকা নেওয়া হচ্ছিল। সম্প্রতি ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে আক্কেলপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন।
এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়েছিলেন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি-২০২৫ জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি-২০২৫ আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হয়ে সেখানে নারী ফুট খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধে-ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট সময় :

জয়পুরহাটে নারী ফুটবল খেলা বন্ধে-ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি। জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা নিয়ে আপত্তি ও মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি-৩০৩৫) জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে আহ্বায়ক করে অন্য চারজনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান ও উপজেলার ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ। জেলা প্রশাসকের কার্যালয় ?ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি-২০২৫ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারী ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসুল্লি,রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনাটি দেশব্যাপী বেশ আলোচিত হয়। এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটি প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়েছেন। এমনকি ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্র্বতীকালীন সরকার। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি-২০২৫) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এরইমধ্যে প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে জেলা প্রশাসক বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে মিটিং করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে সরেজমিন তদন্তপূর্বক আগামী ২ ফেব্রুয়ারি-২০২৫ এর মধ্যে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে বলেন,আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী রোববারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো কোন চিঠি হাতে পাইনি। তবে একটি নিউজে দেখেছি। নির্দেশনা এলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর যারা আয়োজকবৃন্দ তারাও কোনো আবেদন করেনি বা যোগাযোগ করেনি। আমি ও এসপি সাহেব দুজনেই ঘটনাস্থলে গিয়েছি। এলাকার লোকজনের সাথে কথা বলেছি। আয়োজক কমিটির খাজা নামের একজনের ফোন বন্ধ। তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। সেখানে দীর্ঘদিন ধরে ফুটবল খেলা চলছিল। খেলা দেখার জন্য টিকিট চালু করা হয়েছিল। প্রতিটি ম্যাচে মাটিতে বসে ৩০ টাকা ও চেয়ারে বসে ৫০-৭০ টাকা নেওয়া হচ্ছিল। সম্প্রতি ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে আক্কেলপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন।
এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়েছিলেন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি-২০২৫ জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি-২০২৫ আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হয়ে সেখানে নারী ফুট খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেখানো হয়।