জলঢাকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রংপুর এর আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জায়িদ ইমরুল মোজাক্কিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে নৈতিকতা, দায়িত্ববোধ ও স্বচ্ছতার পথ অনুসরণ করতে হবে।” সভায় অন্যান্য বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের অংশগ্রহণ ও নৈতিক জাগরণই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন নিশ্চিত করতে পারে। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।















