জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা’র পুনরায় সভাপতি রাজ, সম্পাদক রিয়াদ
- আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা মহুরম আলতাফ হোসেনের স্ত্রী মোছাঃ আছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গণি। কমিটিতে দৈনিক বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম রাজ কে পুনরায় সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার রিয়াদ ইসলাম কে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যারা হলেন সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক, তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক, হারুন রশিদ কাজল, ক্রীড়া সম্পাদক সেরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ভবদিশ চন্দ্র, সদস্য বিধান চন্দ্র, হাবিবুর রহমান বুলেট, এলাহী এহসান ও খোরশেদ আলম প্রমূখ। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থা’র গঠন্তন্ত্র পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার কারনে পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতিকে জাতীয় সাংবাদিক সংস্থা’র গঠন্তন্ত্রের ক্ষমতাবলে জাতীয় সাংবাদিক সংস্থা’র সকল পদ পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি ও মহাসচিব। কমিটি অনুমোদনের পর সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রতিক্রিয়ায় বলেন,“সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং সমাজের ন্যায়ের পক্ষে কলম চালানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব এবং জলঢাকার সাংবাদিক সমাজকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব,ইন্শাআল্লাহ।”
















