জলঢাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গণমিছিল
- আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
“জাগো বাহে, তিস্তা বাঁচাই ডাক দিয়েছেন সৈয়দ ভাই, আইসো বাহে, তিস্তা বাঁচাই” এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নীলফামারীর জলঢাকা উপজেলা শহর। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সম্প্রতি জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি গণমিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথসভায় মিলিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন নীলফামারী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী। পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, রশিদুল ইসলাম বাঙালী, প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এস আলী লিমিটেডের এমডি শরিফুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সাজু, সদস্য মনিরুজ্জামান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু উত্তরাঞ্চলের নয়, পুরো দেশের মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণে না থাকায় এ অঞ্চলের কৃষি, জীবিকা ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তাই সরকারকে অবিলম্বে এই প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


















