সংবাদ শিরোনাম ::   
                            
                            জলঢাকায় পোনা মাছ নিধন রোধে ২৬টি চায়না জাল জব্দ করে পুড়িয়ে দিল প্রশাসন
																
								
							
                                
                              							  রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী)									
								
                                
                                - আপডেট সময় : ৮২ বার পড়া হয়েছে
 
নীলফামারীর জলঢাকায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ নিধন রোধে বিশেষ অভিযানে মোবাইল কোর্ট বসিয়ে অবৈধ পন্থায় মাছ ধরার কারনে ২৬টি চায়না টেপাই কারেন্ট (হোকস) জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। গত বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজোলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন গণমাধ্যমকর্মীদের জানায়, ‘অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ নীতি বাস্তবায়নে পোনামাছ নিধন রোধে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ পন্থায় মাছ ধরার সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে’।
																			
















