জলঢাকায় রাস্তা কেটে প্রতিবন্ধকতা, হামলা
- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি বাধা দেয়ায় প্রতিবেশীর দায়ের করা মামলার সাক্ষীর উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাস্তা কেটে দেয়ার চরম ভোগান্তিতে পড়েছে একাধিক পরিবার। গত রোববার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মীরগঞ্জ ৫ জনের নাম উল্লেখ করে পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী খায়রুল ইসলাম নাম একব্যক্তি। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানায় যায়, ওই এলাকার আজিজার রহমানের ছেলে খায়রুল ইসলাম ও তার স্ত্রীকে প্রতিবেশীর দায়ের করা মামলায় সাক্ষী করায় চলাচলের রাস্তার মালিকানা দাবী করে রাস্তায় গর্ত করে রাস্তা বন্ধ করে দেয় প্রতিবেশী মৃত ছলেমান আলীর ছেলে আনারুল ও তার দুই ভাই আপন দুলাল। এতে চরম ভোগান্তিতে পড়ছে খায়রুল সহ কয়েকটি পরিবার। এ নিয়ে উভয়পক্ষের বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে খায়রুলের স্ত্রীর মাথায় আঘাত লাগলে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ঘটনাস্থলে অবরুদ্ধ হয়ে পড়ে থাকেন। পরে প্রসাশনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। তার কিছুক্ষণ পর পরেই প্রতিক্ষকে ফাঁসাতে নিজের শরীরে জখম করে একই হাসপাতালে ভর্তি হন অভিযুক্ত পরিবারের সদস্যরা। পরে পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।ঘটনা বিষয়ে প্রতিপক্ষ আপন ও দুলাল এর কাছে জানতে চাইলে তারা বলেন,ওরা এতোদিন আমাদের জমির রাস্তা ব্যবহার করে আসছেন। প্রতিবেশীর করা মামলায় খায়রুলের স্ত্রী কেন সাক্ষী হয়েছে? সে জন্য রাস্তা কেটে দিয়েছি। আমাদের জমি দিয়ে আর চলাচল করতে দিবো না।
















