জল ছাড়ার কথা আগে জানায়নি ভারত পানিসম্পদ উপদেষ্ট
- আপডেট সময় : ০৭:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশকে না জানিয়ে পানি ছাড়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পানি ছাড়ার কথা আগে ভাটির দেশ হিসাবে বাংলাদেশকে জানায়নি ভারত। পানি সম্পদ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের কয়েকটি নদী নিয়েতো চুক্তি আছেই।
কিন্তু যদি চুক্তি যদি নাও থাকে তবুও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে। ইচ্ছে করে আপনি কারও ক্ষতি করতে পারবেন না। ভবিষ্যতে পানি ছাড়ার আগে জানানো হয়, সেই বিষয়ে ভারতে জানানো হবে।
শুক্রবার হবিগঞ্জে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে এসে বিষয়টি পরিষ্কার করেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভারতের ত্রিপুরার গোমতী নদীর ওপর ডম্বুর ড্যাম ৩১ বছর পর ভারি বর্ষণের কারণে খুলে দেওয়ায় ভাটির বাংলাদেশ অংশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমন বিষয় নিয়ে বৃহস্পতিবার দিনভর আলোচনা-সমালোচনার মধ্যে পানি সম্পদ উপদেষ্টা এই মন্তব্য করেন। বাংলাদেশের ১২টি জেলায় বন্যায় এখনও পর্যন্ত ১৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগ ব্যবস্থাণা মন্ত্রক জানায়, ১২ জেলায় ৫৮৪ ইউনিয়নের ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার জলবন্দী।
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও বিজিবি। জেলা প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ফসলের ব্যাপক ক্ষতি ছাড়াও রাস্তাঘাট ভেসে গিয়ে বিপুল ক্ষতির মুখে পড়েছে দেশটি।
বন্ধ রয়েছে বন্দর নগরী চট্টগ্রামের সঙ্গে দেশটির ট্রেন ও সড়ক যোগাযোগ বন্ধ। উদ্ধার কাজে সেনাবাহিনী একদিনের বেতন প্রদান করেছে। ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেইট খুলে দেওয়ায় পাশ^বর্তী জেলা কুমিল্লা, ফেণী, নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলার বণ্যা পরিস্থিতি ভয়াবহ। বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম।
পানিসম্পদ উপদেষ্টা বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদেরকে জানানোর কথা। কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি। তবে, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতের কাছে বার্তা পৌঁছানো হবে।