জাতির পিতার জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়া যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে
রোববার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে গোপলগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সফর ঘিরে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
রোববার জাতির পিতার সমধিতে শ্রদ্ধা জানিয়ে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর গোপালগঞ্জে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন বলে জানা গেছে।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় এখন উৎসব আমেজ। সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ। থাকবে নাচ-গান ও কবিতা আবৃত্তি। যার অংশ হতে পেরে খুশি ক্ষুদে শিল্পীরা।
জাতীয় শিশু দিবস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে পারফর্ম করতে পারবে বলে আনন্দিতবোধ করছে ক্ষুদে শিল্পীরা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভা বর্ধনের অংশ হিসাবে জেলার বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। উৎসাহের ঘাটতি নেই নেতাকর্মীদের মাঝেও। রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরইমধ্যে নিরাপত্তাসহ সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।