ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে জাতীয় সমবায় দিবস উদযাপন Logo জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই স্থগিত করেছে নেসকো Logo গাইবান্ধা সদর আসনে মাঠ-ময়দানে নির্বাচনী প্রস্তুতিতে জেলা জামায়াতে ইসলামীর আমীর Logo কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত Logo টেকনাফে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাহত আমিন গ্রেপ্তার Logo জনগণই বিএনপির শক্তি-বিএনপি নেতা ফখরুল ইসলাম Logo আগুনে পুড়ে সর্বস্ব হারানো জুয়েল মিয়ার পাশে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি Logo জুড়ীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo স্বতন্ত্র নার্সিং প্রশাসন রক্ষার দাবিতে কুড়িগ্রামে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত Logo কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সংগ্রাম চলবেই

জাতিসংঘ মহাসচিব আসছেন আজ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘ মহাসচিবের চারদিনের এ সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের পর ২০১৭ সালের আগস্টের পর প্রথমবারের মতো তিনি একবার বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ইস্যুটি বিশ্ববাসীর নজর থেকে দূরে সরে গেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বারবার রোহিঙ্গা ইস্যুটি সকলের দৃষ্টিতে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। যখনই বিশ্বনেতাদের সঙ্গে তার দেখা হচ্ছে তখনই তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন। আমরা আশা করছি সফরের পর জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে নতুন কোনো বার্তা দেবেন যাতে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বনেতাদের নতুন করে আলোচনার সুযোগ তৈরি করবে। শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুটি অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে এ নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। তাদের জন্য পুষ্টি সহায়তা খুবই প্রয়োজন। রোহিঙ্গাদের জন্য প্রতিমাসে পুষ্টি সহায়তায় ১৫ মিলিয়ন ডলারের সহায়তা প্রয়োজন হয়। এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা খুবই প্রয়োজন। জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন। শফিকুল আলম আরও জানান, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ (বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত) একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে ফিনল্যান্ড ও মালয়েশিয়া কো-স্পনসর হিসেবে রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সফরে এ ব্যাপারেও আলোচনা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘ মহাসচিব আসছেন আজ

আপডেট সময় :

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসবেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘ মহাসচিবের চারদিনের এ সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর। মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের পর ২০১৭ সালের আগস্টের পর প্রথমবারের মতো তিনি একবার বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ইস্যুটি বিশ্ববাসীর নজর থেকে দূরে সরে গেছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বারবার রোহিঙ্গা ইস্যুটি সকলের দৃষ্টিতে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। যখনই বিশ্বনেতাদের সঙ্গে তার দেখা হচ্ছে তখনই তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন। আমরা আশা করছি সফরের পর জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে নতুন কোনো বার্তা দেবেন যাতে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বনেতাদের নতুন করে আলোচনার সুযোগ তৈরি করবে। শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুটি অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে এ নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। তাদের জন্য পুষ্টি সহায়তা খুবই প্রয়োজন। রোহিঙ্গাদের জন্য প্রতিমাসে পুষ্টি সহায়তায় ১৫ মিলিয়ন ডলারের সহায়তা প্রয়োজন হয়। এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা খুবই প্রয়োজন। জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন। শফিকুল আলম আরও জানান, রোহিঙ্গাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ (বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত) একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে ফিনল্যান্ড ও মালয়েশিয়া কো-স্পনসর হিসেবে রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সফরে এ ব্যাপারেও আলোচনা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।