জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- আপডেট সময় : ০৩:৩১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এবারে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। নারী মুসল্লিদের জন্য আলাদা স্থান রয়েছে।
বরাবরের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ৫টি জামাত। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। তারপর এক ঘন্টা পর পর ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিতে ঢাকার আশপাশ এলাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার থেকেও মুসল্লিরা ছুটে আসেন। জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করে থাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বুধবার (১২ জুন) জাতীয় ঈদগাহের প্রস্তুতি সরেজমিন পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি জানান, জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে এক সঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
অতি বৃষ্টি হলেও ঈদের প্রধান জামাত আদায়ে কোন বিঘ্ন ঘটবে না, সেরকম প্রস্তুতি রয়েছে। মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে ঈদের জামাত আদায় করতে পারবেন। ঢাকাবাসীকে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবার আহ্বান জানান মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস।