ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

‘জামায়াত যদি সিদ্ধান্ত নেন এই দেশে কোনো নির্বাচন হবে না’

শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা (ফেনী)
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে

oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, পিআর যদি না বুঝেন তাহলে জামায়াত ও ছাত্র শিবিরের অনেক কোচিং সেন্টার আছে সেখানে ভর্তি হয়ে যান তাহলে পিআর সম্পর্কে বুঝবেন। তিনি আরও বলেন
“দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি, তিনি আরো বলেন জামায়াত যদি সিদ্ধান্ত নেন এই দেশে কোনো নির্বাচন হবে না ”
জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের মতো দাগনভূঞা উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে দাগনভূঞা পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজি সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আবু সায়েদ কামরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ, ফেনী জেলা জামায়াতের শুরা সদস্য নুর নবী দুলাল, পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।”
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই পিআর পদ্ধতি চালু করতে হবে। অন্যথায় গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘জামায়াত যদি সিদ্ধান্ত নেন এই দেশে কোনো নির্বাচন হবে না’

আপডেট সময় :

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, পিআর যদি না বুঝেন তাহলে জামায়াত ও ছাত্র শিবিরের অনেক কোচিং সেন্টার আছে সেখানে ভর্তি হয়ে যান তাহলে পিআর সম্পর্কে বুঝবেন। তিনি আরও বলেন
“দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি, তিনি আরো বলেন জামায়াত যদি সিদ্ধান্ত নেন এই দেশে কোনো নির্বাচন হবে না ”
জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের মতো দাগনভূঞা উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে দাগনভূঞা পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজি সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আবু সায়েদ কামরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের শুরা সদস্য ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ, ফেনী জেলা জামায়াতের শুরা সদস্য নুর নবী দুলাল, পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই।”
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই পিআর পদ্ধতি চালু করতে হবে। অন্যথায় গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।”