জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
- আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলার ৯ নং রানাগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শেওরাতলী গ্রামে চাচার আক্রমনে ভাতিজার ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটসহ ভাতিজাকে হত্যার হমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
গত ১০ জুলাই ২০২৫ইং বৃহস্পতিবার সকাল আনুমানিক ০৬ঃ৩০ মিনিটের দিকে চাচা আশরাফ আলীর নেতৃত্বে একদল সন্তাসী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা ওবাইদুল হকের বসতবাড়ীতে হামলা চালায়।এ সময় সন্ত্রাসীরা ওবায়দুল হকের ঘর ভাংচুর, তার ঘরে রক্ষিত ডিপিএস ভা্গংানো ১ লাখ ৮০ হাজার নগদ টাকা ও স্বর্ণালংকার লুটসহ ভাতিজা ওবায়দুলকে হত্যা করে গুম করার হমকী দেন।
অভিযোগের ভিত্তিতে এই প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, ওবাইদুল একজন নিরিহ প্রকৃতির লোক অপরদিকে তার চাচা আশরাফ আলী সন্ত্রাসী, গোয়ার এবং ভ’মিদস্যু । ওবায়দুলের প্রাপ্য জমি বুঝিয়ে না দিয়ে উপরন্ত তাকে তার বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। আশরাফ আলী এলাকার কাওকে মানেনা। তার বিরোদ্ধে সরকার আইনগত ব্যবস্থা না নিলে এলাকার কেও নিরাপদ থাকবে না।
ভুক্তভোগী ওবায়দুল জানান, আমার টাকা, স্বর্নালংকার লুট করে আমার ঘর ভাংচুর বরেছে আমার চাচা আশরাফ আলী। বর্তমানে আমি পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় পালিৃয়ে বেড়াচ্ছি।
ঘটনার ব্যাপারে ওবায়দুলের চাচা আশরাফ আলীর বক্তব্য নেয়ার জন্য গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।




















