জামালপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

- আপডেট সময় : ১ বার পড়া হয়েছে
জামালপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে গতকাল সোমবার বিকালে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রশাসক,, জনাব হাছিনা বেগমের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন, ডাক্তার মোহাম্মদ আজিজুল হক।এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, ময়মনসিংহ বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন উপর রশিদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আরফিন আক্তার মনি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যসহ অন্যান্য ব্যক্তিবর্গ।বৃষ্টি উপেক্ষা করে প্রায় ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে জামালপুর জেলা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ ছিলো। জামালপুর পৌরসভা ২-১ গোলে সরিষাবাড়ী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে।ফাইনাল খেলায় সেরা ফুটবলার নির্বাচিত হন আব্দুল হালিম টুটুল। টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হন জোবায়ের শিমুল।