জামালপুরে দীর্ঘ ২ বছর পর মেম্বার হিসেবে শপথ নিলেন নাজমুল ইসলাম
- আপডেট সময় : ০৩:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ২ বছর পর জামালপুর সদর উপজেলায় লক্ষীরচর ইউনিয়নে ২নং ওয়ার্ডে মেম্বার হিসেবে শপথ নিলেন নাজমুল ইসলাম। জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন প্রশাসন শাখার ৩১ আগষ্ট ২০২২ খ্রিঃ তারিখে ১৭.০০.৩৯৩৬.০.৩৫.৪৬.৩১০.২১ (অংশ-২)-৬২৫ নং স্মারক মূলে জামালপুর জেলার সদর উপজেলার ৩নং লক্ষীরচর ইউনিয়ন পরিষদের ২নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে বিজ্ঞ নির্বাচনী আপিল ট্র্যাইবুনাল, জামালপুর নির্বাচনী আপিল মোকাদ্দমা নং-০১/২০২২ এর ১৪ জুলাই ২০২২ তারিখের রায় ও আদেশে নির্বাচন মোকদ্দমা নং-০৩/২০২২ এর ২৯ মার্চ ২০২২ তারিখে প্রদত্ত আদেশ বহাল রাখার প্রেক্ষিতে বিজ্ঞ নির্বাচনী ট্র্যাইবুনালের আদেশ অনুযায়ী নির্বাচিত ঘোষিত প্রার্থীর নাম, ঠিকানা সম্বলিত সংশোধিত গেজেটের আলোকে গত ৭ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ১৮৩১৮ নং পৃষ্ঠায় প্রকাশিত ১নং কলাম বর্ণিত ৩নং লক্ষীরচর এর বিপরীতে ২নং কলামে বর্ণিত মোঃ হারুনুর রশিদ, পিতাঃ মোঃ জব্বার আলী আকন্দ, গ্রাম- লক্ষীরচর উত্তরপাড়া এর পরিবর্তে মোঃ নাজমুল ইসলাম, পিতাঃ আঃ ছালাম, গ্রাম- লক্ষীরচর শব্দ ও চিহ্নসমূহ প্রতিস্থাপন করা হয়। মাননীয় আদালতের কোন স্থগিত আদেশ অথবা আইনগত কোন জটিলতা না থাকায় জামালপুর সদর উপজেলাধীন ৩নং লক্ষীরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে মোঃ নাজমুল ইসলাম, পিতাঃ মোঃ আঃ ছালাম, গ্রামঃ লক্ষীরচর, ডাকঘরঃ নান্দিনা, উপজেলাঃ জামালপুর কে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বরকত উল্লাহ এর দপ্তরে গতকাল ১৩ ফেব্রুয়ারী ২০২৪ শপথ বাক্য পাঠ করান। উক্ত শপথ অনুষ্ঠানে লক্ষীরচর ইউনিয়ন পরিষদের সচিবসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।