জামালপুরে নারী নির্যাতন মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও ২ বছরের জেল

- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, দমন মোকাদ্দমা নং- ২৩০/২০২১ এর রায় জানিয়েছেন বিজ্ঞ বিচারক, মুহাম্মদ আঃ রহিম।
মামলা সুত্রে জানাগেছে, আসামী ১। মোঃ আঃ মান্নান, ২। মোঃ শাহজাহান, ৩। মোছাঃ জোৎনা, সর্ব সাং- চেচুয়া, থানাঃ মুক্তাগাছা, জেলাঃ ময়মনসিংহ। আসামীগণ বিগত ১১/০৮/২০২১ ইং তারিখ বাদী মোছাঃ নুরুননাহার আক্তার এর নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করিয়া বাদীকে মাইরপিট করে। উক্ত অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জামালপুরে আসলে বিজ্ঞ বিচারক তাহা সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ১১(গ)/৩০ ধারায় যৌতুক দাবীর অপরাধে আসামীদের প্রত্যেককে ২ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ এডভোকেট মোঃ ফজলুল হক, পিপি ও বিজ্ঞ এডভোকেট রেজিনা আকতার, এপিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জামালপুর। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ এডভোকেট মোছাঃ মাহফুজা সুলতানা সাথী, জামালপুর।