সংবাদ শিরোনাম ::
জামালপুরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল আটক

জামালপুর প্রতিনিধি
- আপডেট সময় : ৪৪১ বার পড়া হয়েছে
জামালপুরে বিরল প্রজাতির গন্ধগোকুল আটকের পর তা বন বিভাগকের কাছে হস্থান্তর করেন স্থানীয়রা। জামালপুরে বিসিক শিল্পনগরীর শ্রমিকরা বন্যপ্রাণী গন্ধগোকুলটি আটক করেছিলো। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ বন্যপ্রাণীটি আটক করা হয়।
শ্রমিকরা জানায়, সিক শিল্পনগরীর আর সি আই লিমিটেডের গোডাউনের পেছন অংশে গাছ তলায় গন্ধগোকুলটি রোদ পোহাচ্ছিল। এ সময় কারখানার শ্রমিক মান্নান সুকৌশলে অক্ষত অবস্থায় প্রাণীটি ধরে ফেলেন এবং জামালপুর বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা এসে প্রাণীকে উদ্ধার করে নিয়ে যায়।
জামালপুর সামাজিক বনায়ন প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, এই প্রাণীটির নাম গন্ধগোকুল, এই প্রাণীটিকে চিকিৎসা দেওয়ার পর বনে অবমুক্ত করা হবে।