ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo নালিতাবাড়ীতে শিশুর গলায় লিচুর বিচি আটকে মৃত্যু  Logo নোহরগঞ্জে রাস্তা সংষ্কারের দাবিতে মানববন্ধন Logo বান্দরবানে খেয়াং নারীর লাশ উদ্ধার,তদন্তে নেমেছে পুলিশ Logo কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবন্ধাতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  Logo পাটকেলঘাটা কপোতাক্ষ নদের চর ভরাটের ১৫০ বিঘা জমি প্রভাবশালীদের দখলে Logo জামালপুরে বিচার বিভাগ কর্মচারিদের কর্ম বিরতি পালন Logo তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা Logo সিংড়ায় কৃষকদের প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে লাইট হাউজের সমন্বয় সভা অনুষ্ঠিত Logo বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন Logo জামালপুরে ৩৫ বিজিবি বাঘারচর বিওপি ক্যাম্পের অভিযানে ১ কোটি ৬৬ লক্ষ টাকার মালামাল সহ আটক-১

জামালপুরে ৩৫ বিজিবি বাঘারচর বিওপি ক্যাম্পের অভিযানে ১ কোটি ৬৬ লক্ষ টাকার মালামাল সহ আটক-১

জামালপুর  প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুর ব্যাটেলিনের ৩৫ বিজিবি’র অভিযানে ১ আসামি সহ প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার হরিণের কস্তুরী এবং ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী আটক করা হয়। ৫ মে সোমবার  ২০২৫ জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায়  সকাল ০৯:০৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবি অধীনস্থ বাঘারচর টহল দল কর্তৃক  সীমান্ত পিলার ১০৭৪ /৯ হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশে অভ্যন্তরে  দক্ষিণ মাখনেরচর নামক স্থানে হইতে ভারতীয় হরিণের কস্তুরী -০৬ পিস (২৫৪ গ্রাম), ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী-০৮ পিস, বিভিন্ন প্রকার ওষুধ -২৮ পিস, মোবাইল -০১ টি,  মোবাইলের চার্জার -০১টি সিম  কার্ড -০১টি,পাওয়ার ব্যাংক-০১টি এবং হেট ফোন ০১ টি হয়েছে।
আটককৃত ব্যক্তির আঃ মতিন ৩৫, পিতাঃ আবুল কাশেম, গ্রামঃ রমনা নতুন বেপারীপাড়া, পোস্ট রমনা, থানাঃ চিলমারী জেলাঃ  কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয়,যাহার সিজার মূল্য ১,৬৫,৫৮,১০০(এক কোটি পয়ষট্রি  লক্ষ  আটান্ন হাজার একশত টাকা। পরে ধৃত আসামীসহ জব্দকৃত চোরাচালানী মালামাল দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করেন।  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন,বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেস নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচাররোধ কল্পে এবং সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে ৩৫ বিজিবি বাঘারচর বিওপি ক্যাম্পের অভিযানে ১ কোটি ৬৬ লক্ষ টাকার মালামাল সহ আটক-১

আপডেট সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
জামালপুর ব্যাটেলিনের ৩৫ বিজিবি’র অভিযানে ১ আসামি সহ প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার হরিণের কস্তুরী এবং ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী আটক করা হয়। ৫ মে সোমবার  ২০২৫ জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায়  সকাল ০৯:০৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবি অধীনস্থ বাঘারচর টহল দল কর্তৃক  সীমান্ত পিলার ১০৭৪ /৯ হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশে অভ্যন্তরে  দক্ষিণ মাখনেরচর নামক স্থানে হইতে ভারতীয় হরিণের কস্তুরী -০৬ পিস (২৫৪ গ্রাম), ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী-০৮ পিস, বিভিন্ন প্রকার ওষুধ -২৮ পিস, মোবাইল -০১ টি,  মোবাইলের চার্জার -০১টি সিম  কার্ড -০১টি,পাওয়ার ব্যাংক-০১টি এবং হেট ফোন ০১ টি হয়েছে।
আটককৃত ব্যক্তির আঃ মতিন ৩৫, পিতাঃ আবুল কাশেম, গ্রামঃ রমনা নতুন বেপারীপাড়া, পোস্ট রমনা, থানাঃ চিলমারী জেলাঃ  কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয়,যাহার সিজার মূল্য ১,৬৫,৫৮,১০০(এক কোটি পয়ষট্রি  লক্ষ  আটান্ন হাজার একশত টাকা। পরে ধৃত আসামীসহ জব্দকৃত চোরাচালানী মালামাল দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করেন।  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন,বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেস নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচাররোধ কল্পে এবং সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি।