জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি

- আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থায় স্বেচ্ছাশ্রমে জড়িত সদস্যদের নিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জীবন জীবনের জন্য ফাউন্ডেশন। গত শনিবার বেলা ১২ টার দিকে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. জীবন মাদবর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হাসান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আলী আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমেদ রাসেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী।
শেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মাদবর, সহ সভাপতি মাহমুদুল হাসান, সহ সভাপতি মিন্টু শেখ, সাধারন সম্পাদক জান্নাত ইসলাম জয়া, যুগ্ন সম্পাদক মোঃ সুজন কাজী, যুগ্ন সম্পাদক মোঃ দিপু, সংগঠনিক সম্পাদক মোঃ শাকিব আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মিম আক্তার, কার্যকারি সদস্য মোঃ বিল্লাল হোসেন, কার্যকারি সদস্য ইব্রাহিম ইসলাম তামিম, কার্যকারি সদস্য লাবনি আক্তার, কার্যকারি সদস্য সুরমা মনি, মোঃ হামিম। জেলার সামাজিক সংগঠন মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র, মুন্সীগঞ্জ সংস্থা, বিক্রমপুর রক্ত দান সংস্থা সহ আরো অনেক সংগঠনের উপস্থিত ছিলো। দিনব্যাপী এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় আলোচনা সভা ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান সহ বিভিন্ন কর্মপূচি পালন করেন এই সংগঠন।