জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা
- আপডেট সময় : ১০:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
পাইকগাছায় জুলাই–আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে আন্দোলনে নিহত নবী নুরের স্ত্রী আকলিমা বেগম ও রাকিবুল ইসলামের পিতা রফিকুল ইসলাম সহ আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম এর পরিচালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতীম রায়,পল্লী বিদ্যুৎ ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ছাত্র প্রতিনিধি খালিদ বিন ওয়ালিদ, মেহেদী হাসান রাব্বীও নয়ন।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। স্মরণসভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।