জুলাই পুনর্জাগরণ উপলক্ষে মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযান

- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় এই কর্মসূচির উদ্বোধন করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম।
মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে শহরের রাস্তা, বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করাসহ শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা পরিষ্কার এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহমেদ আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সুকোমল রায়, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ সাদেক মিয়া, কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ শামীম কবীর, বাজার পরিদর্শক কামরুজ্জামান কামাল এবং হিসাব রক্ষক মোহাম্মদ সাইদুর রহমান খানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন মুক্তাগাছা শহর গড়তে সকলকে সচেতন হতে হবে। এটি শুধু প্রশাসনের একার কাজ নয় বরং নাগরিকদেরও দায়িত্ব রয়েছে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যসম্মত শহর গঠনে ভূমিকা রাখার।
উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে শহরের প্রতিটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।