জুলাই শহিদদের স্মরণে শ্রীপুরে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ২৪৪ বার পড়া হয়েছে
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই শহীদদের স্মরণে” বিশেষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন প্রিপারেটরি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে “বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হয় এ কর্মসূচি।
অনুষ্ঠানে শ্রীপুর পৌর জামায়াতের আমীর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে, জামায়াতের সাবেক ছাত্রনেতা হাসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় প্রধান অতিথি বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজায়নের এই উদ্যোগ শুধু প্রকৃতিকে রক্ষা করার প্রয়াস নয়, এটি শহীদদের স্মরণে আমাদের নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশও।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিলেন। আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে।



















