জোয়ারের পানিতে কাঁঠালিয়ার ১৩ গ্রাম প্লাবিত
- আপডেট সময় : ৯৪ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে ঝালকাঠির কাঁঠালিয়ায় চলছে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে। গতকাল শনিবার (২৬ জুলাই) দুপুরে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জোয়ারের পানি প্রবেশ করায় উপজেলার বিষখালী নদীতীরবর্তী ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হচ্ছে আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, জয়খালী, আউরা, কাঠালিয়া সদর, বড় কাঠালিয়া, কচুয়া, শৌলজালিয়া, তালগাছিয়া, রঘুয়ারচর, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া। জয়খালী গ্রামের বাবুল মিয়া জানান, বিষখালী নদীতে বেরিধাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাঘাট পুকুর ডুবে গেছে। বের হয়ে গেছে পুকুরের মাছ। রাস্তার একপাশ দিয়ে পানি ঢুকে অন্য পাশ দিয়ে বের হচ্ছে। মানুষের বসতঘর ও কৃষি জমি তলিয়ে গেছে। উপজেলা সদরের কম্পিউটার ব্যবসায়ী শাহজামাল বলেন, স্বাভাবিক জোয়ারে উপজেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিষদ এবং সাবরেজিস্ট্রি অফিসের সামনের সড়কটি তলিয়ে যায়। এতে যানবাহনসহ মানুষ চরম ভোগান্তিতে পরে। উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম জানান, বিষখালী নদীতে বেরিবাঁধ না থাকায়, পানি উঠে আবার তা নেমে যাচ্ছে ফলে ফসলের কোন ক্ষতি হবেনা। উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম জানান, সাগরে নিম্মচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা খোঁজ খবর রাখছি। এমন পরিস্থিতি আরো ২/১ দিন বিরাজ করতে পারে আশঙ্কা করা হচ্ছে।

















