ঝিকরগাছায় অগ্রণী ব্যাংকের গাড়ি থেকে পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩

- আপডেট সময় : ১২:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৪০৩ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় অগ্রণী ব্যাংকের গাড়ি থেকে পিস্তল-গুলিসহ ৩জনকে গ্রেফতার গোয়েন্দা পুলিশ। এঘটনায় একটি পাজোরো জিপ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার কৃতদের মধ্যে খুলনা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের গাড়ি চালকও থাকার কথা জানিয়েছে যশোর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) রাত ন’টা নাগাদ যশোরের ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
(ঢাকা মেট্রো-ঘ ১৩-৭২৫৩) গাড়িটি বেনাপোল থেকে পিরোজপুর যাচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে গোয়েন্দারা গাড়িটি তল্লাশি করে জুতার কাটুন থেকে পিস্তল, ম্যাগাজিন ও রাউন্ড গুলি উদ্ধার করে।
গ্রেপ্তার ৩জন হচ্ছে, রাজিব শেখ (২৬), জীলান শেখ (৫৫) ও মেহেদী হাসান (৩০)।
আটকৃত আসামিরা অগ্রনী ব্যাংক খুলনা শাখার জেনারেল ম্যানেজার নুরুল হুদার সরকারি গাড়িটি ব্যবহার করে অস্ত্র পাচার করছিলো বলে জানায় গোয়েন্দারা। আটক মেহেদী হাসান উক্ত গাড়ির ড্রাইভার। সরকারি গাড়িটি বিনা অনুমতিতে চোরাচালানের কাজে ব্যবহার করা হচ্ছি বলে জানিয়েছে পুলিশ।
যশোর ডিবি পুলিশ জানায়, ২ জন দাগি অফরাধী। এর মধ্যে রাজীব শেখের বিরুদ্ধে ৩টি মাদক মামলা, ১টি অস্ত্র মামলাসহ ৪টা মামলা এবং মেহেদী হাসানের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি চুরি মামলা, ১টি অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে।