ঝিনাইগাতীতে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেলো ঢেউটিন ও নগদ টাকা
- আপডেট সময় : ০৭:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৪২৮ বার পড়া হয়েছে
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা সহায়তা দিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা সহায়তা দিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। ঈদুল ফিতরকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্তরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন এ.ডি.এম শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।
ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১ বান্ডিল ঢেউটিন এবং ৩ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অন্যান্যদের মাঝে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান উপস্থিত রাখেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. কামাল হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।