ঝিনাইগাতীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ ৪জন গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে পৃথক অভিযারে ভারতীয় ১১৯ বোতল মদসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে উপজেলার ডাকাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানায়, গোপন সংবাদ পেয়ে পৃথক অভিযান পরিচালনা চালিয়ে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১১৯ বোতল ভারতীয় মদসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কিশোর রাকিবুল ইসলাম ওরফে রকি দুটি স্কুল ব্যাগে মদ নিয়ে ঝিনাইগাতী বাজারের সিএনজি ষ্ট্যান্ডে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তার ব্যাগ তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় মদসহ রকিকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মুল্য ৭৬হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ (২০), মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬) ও নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে কিশোর রকি।