ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ঝিনাইদহে মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

নজরুল ইসলাম, ঝিনাইদহ
  • আপডেট সময় : ২৪৩ বার পড়া হয়েছে

oplus_4195328

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর ক্লাস্টারের শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার নলভাংগার মর্জাত বাওড়ের পাশে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা মূল্যায়ন প্রতিযোগিতার উদ্ভাবক অত্র ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনজুরুল আলম। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়া লেখার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে বারবাজার ও কাষ্ঠভাংগা ইউনিয়নের ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল এই মূল্যায়ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি বেলাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা পুরস্কারের অর্থায়নে সহযোগীতা করেন স্থানীয় সামাজিক সংগঠন এরাদ আলী ফাউন্ডেশন।
প্রতিযোগীতায় ১ম থেকে ১০ স্থান অর্জনকারী ১৩ জন  শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র ক্লাস্টারের প্রধান শিক্ষকগণ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী রাফান আফনান, আব্দুল আল মামুন, আয়েশা সিদ্দিকা নেহা তাদের বক্তব্য তুলে ধরে। আয়োজকরা জানান, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নিজস্ব উদ্যোগে সাবলীল রিডিং উৎসবসহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ড পরিচালনা করে চলেছেন। “মেধা মূল্যায়ন” এরই ধারাবাহিকতায় চলমান একটা প্রতিযোগিতা। আগামীতে ক্ষুদ্র পরিসরে হলেও তার ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় একটি লাইব্রেরি স্থাপন করবেন বলে উল্লেখ করেন মূল আয়োজক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

আপডেট সময় :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর ক্লাস্টারের শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার নলভাংগার মর্জাত বাওড়ের পাশে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা মূল্যায়ন প্রতিযোগিতার উদ্ভাবক অত্র ক্লাস্টারের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনজুরুল আলম। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়া লেখার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে বারবাজার ও কাষ্ঠভাংগা ইউনিয়নের ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল এই মূল্যায়ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি বেলাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়।শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা পুরস্কারের অর্থায়নে সহযোগীতা করেন স্থানীয় সামাজিক সংগঠন এরাদ আলী ফাউন্ডেশন।
প্রতিযোগীতায় ১ম থেকে ১০ স্থান অর্জনকারী ১৩ জন  শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র ক্লাস্টারের প্রধান শিক্ষকগণ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী রাফান আফনান, আব্দুল আল মামুন, আয়েশা সিদ্দিকা নেহা তাদের বক্তব্য তুলে ধরে। আয়োজকরা জানান, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নিজস্ব উদ্যোগে সাবলীল রিডিং উৎসবসহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ড পরিচালনা করে চলেছেন। “মেধা মূল্যায়ন” এরই ধারাবাহিকতায় চলমান একটা প্রতিযোগিতা। আগামীতে ক্ষুদ্র পরিসরে হলেও তার ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় একটি লাইব্রেরি স্থাপন করবেন বলে উল্লেখ করেন মূল আয়োজক।