সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে ৩’শ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ৩’শ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে মহাপরিচালকের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।
সেসময় জেলা কমাড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাসসুম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলার ৬ টি উপজেলার বিভিন্ন এলাকার ৩’শ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, তেল, সুজি, ঘিসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।