সংবাদ শিরোনাম ::
টেকনাফে ইয়াবাসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
টেকনাফের নাফ নদী সীমান্তে পৃথক দু’টি বিশেষ অভিযানে ২ লাখ ৭,৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এ সময় একজন মাদক পাচারকারীকে আটক করা হলেও আরও ৩ জন সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ নভেম্বর রাতে নাফ নদীতে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে পাচারকারীরা দুইটি পলিথিন ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো থেকে ৫৭,৮০০ ইয়াবা পাওয়া যায়।
এরপর ২৪ নভেম্বর ভোরে দমদমিয়া পয়েন্টে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ঢোকা একটি নৌকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয় এবং মো. হাকিম আলী (৫৪) নামে একজনকে আটক করা হয়।
আটক আসামী ও জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


















