টেকনাফে ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার
- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর পৃথক অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপানিরছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, অস্ত্র ও মাদক চোরাচালান দমনে সংস্থাটি ধারাবাহিকভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও অস্ত্র কারবারিদের সক্রিয়তা বেশি থাকায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সঙ্গে সমন্বয় করে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে র্যাব-১৫ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) রহস্যদপ্তর থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালায়। এসময় একদল মাদককারবারী ইয়াবার বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়। অভিযানে ৯০,০০০ পিস ইয়াবা, দুইটি বাটন ফোনসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারদের পরিচয়, ১) আব্দুল্লাহ (২৭), পিতা: আবদুর রহিম, ২) আনোয়ারা বেগম, স্বামী: ছৈয়দ আহম্মদ; সর্বসাং— মিঠাপানিরছড়া, ১ নম্বর ওয়ার্ড, সদর ইউনিয়ন, টেকনাফ।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


















