ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

টেকনাফে কোস্টগার্ড পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও তাজা গোলা জব্দ

মনির হোসেন
  • আপডেট সময় : ০৯:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি ম্যাগাজিন, ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে  ২০ মে মঙ্গলবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নং ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 অভিযান চলাকালীন ৪ জন ব্যক্তিকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায়। এসময়, আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে। যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে ৭ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করলে তারা অস্ত্র ও গোলাবারুদের ২ টি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে যৌথবাহিনী কর্তৃক উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি জি-৩ ম্যাগাজিন, ১ টি দেশীয় পিস্তল, ১ টি দেশীয় দু’নলা বন্দুক, ৩ টি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গোলা জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ ও সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে কোস্টগার্ড পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও তাজা গোলা জব্দ

আপডেট সময় : ০৯:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি ম্যাগাজিন, ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে  ২০ মে মঙ্গলবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং পুলিশের সমন্বয়ে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নং ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 অভিযান চলাকালীন ৪ জন ব্যক্তিকে কয়েকটি বস্তাসহ টেকনাফ স্থল বন্দরের বিপরীতে পাহাড়ে উঠতে দেখা যায়। এসময়, আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা দৌড়ে পাহাড়ের গহীনে পালানোর চেষ্টা করে। যৌথবাহিনী তাদের ধাওয়া করে থামানোর উদ্দেশ্যে ৭ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করলে তারা অস্ত্র ও গোলাবারুদের ২ টি বস্তা রেখে পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে যৌথবাহিনী কর্তৃক উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি জি-৩ রাইফেল, ২ টি জি-৩ ম্যাগাজিন, ১ টি দেশীয় পিস্তল, ১ টি দেশীয় দু’নলা বন্দুক, ৩ টি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গোলা জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র, গোলা বারুদ ও সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।