টেকনাফে কোস্টগার্ড র্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

- আপডেট সময় : ০৮:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২০ বার পড়া হয়েছে
টেকনাফের শাহপরীতে কোস্টগার্ড র্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত পাচারকারীরা হলেন-সুলতান আহমেদ (৩৫),জাহাঙ্গীর হোসেন (২৬),আব্দুল্লাহ (২০),রিয়াজ উদ্দীন (১৯),আব্দুল মান্নান (২৫),কামাল হোসেন (৩০)
জাহাঙ্গীর আলম (২৯)।সকলেই টেকনাফ এর বাসিন্দা। শনিবার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মার্চ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী এবং র্যাব -১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া হ্যাচারি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে ইঞ্জিন রুমের ভিতরে একটি ব্যাগের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৪০,০০০ হাজার পিস ইয়াবাসহ ৭ জন ইয়াবা পাচারকারী আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।