টেকনাফে র্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাহত আমিন গ্রেপ্তার
- আপডেট সময় : ৬৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে র্যাবের বিশেষ অভিযানে চারটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী মো. আমিন ওরফে মাহত আমিন (৪৫) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব-১৫-এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শুক্রবারর্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আমিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আমিনের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালান ও মারামারির ঘটনায় দায়ের হওয়া চারটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
গ্রেপ্তার মো. আমিনের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ায়। তাঁর পিতা মৃত আব্দুল হাকিম ও মাতা রহিমা খাতুন।
র্যাব-১৫ জানিয়েছে, কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধসহ ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপহরণের মতো অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গ্রেপ্তারের পর মাহত আমিনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।













