টেকনিক্যাল কলেজ ও বিনামূল্যে হাসপাতাল গড়বেন প্রবাসী নজরুল ইসলাম
- আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশে ফিরে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু।
গত শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন— নিজস্ব অর্থায়নে একটি আধুনিক টেকনিক্যাল কলেজ ও অসহায় মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যের হাসপাতাল নির্মাণ করার আশাও ব্যক্ত করেন তিনি ।
নজরুল ইসলাম নজু বলেন, “আমি দীর্ঘদিন বিদেশে থেকে দেখেছি, কীভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি চাই নবীনগরের তরুণরা ঘরে বসেই আধুনিক কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “নবীনগরের কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। সেটাই আমার লক্ষ্য। তাই আমি নিজ অর্থায়নে এমন একটি হাসপাতাল নির্মাণ করতে চাই, যেখানে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা সবকিছুই থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।”
এসময় নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ, এনটিভির অনলাইন করসপন্ডেন্ট কাউছার আলম,সাংবাদিক আব্দুল হাদী,মুমিনুল হক রুবেল, অলি উল্লাহ, সফর আলী, খান জাহান আলী চৌধুরী,আবু হাসান আপন প্রমূহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিটার সাংবাদিকবৃন্দ।




















